

অবশেষে গত শুক্রবার (১৩ মে) প্রথম প্রহরে সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী সকাল ৪:২১ মিনিটে বান্দারবান মাইক্রোবাস সমিতি কার্যালয়ের সামনে থেকে সমিতি অন্তর্ভুক্ত ডাবল কেবিন মাহেন্দ্র বোলেরো মডেলের একটি গাড়ি চুরি হওয়া সেই গাড়ির সন্ধান মিলেছে।চট্টগ্রামের ভাটিয়ালিতে গাড়িটির সন্ধান মিলেছে।বিষয়টি নিশ্চিত করেন কালো রং এর ঢাকা মেট্রো ঘ ১১-৬৪৯১ গাড়ির মালিক জহিরুল ইসলাম।পাশাপাশি গাড়ির মালিক জহিরুল ইসলাম গাড়ির সন্ধানে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।এই প্রতিবেদন লেখাকালীন সময়ে তিনি চট্টগ্রামের ভাটিয়ালিতে অবস্থান করছেন।এদিকে গাড়ি চুরির সাথে বান্দরবান বাসস্ট্যান্ড এলাকার সাদ্দাম নামে মাদকাসক্ত জড়িত বলে জানা গেছে।কেউ কেউ তাকে মানসিকভাবে অসুস্থ এমনটাও বলছে তবে গাড়ির মালিকরা বলছেন অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনা হউক এবং আইনগতভাবে তাঁর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হউক।উল্লেখ্য, গত শুক্রবার প্রথম প্রহরে জনাকীর্ণ এবং ব্যাস্ত একটি এলাকা থেকে গাড়ির এমন অভিনব চুরির ঘটনা জনসমক্ষে প্রকাশ পাওয়ার পর উদ্বেগ জানিয়েছে পরিবহন মালিকরা।এবিষয়ে গাড়ির মালিকরা রাত ১০ টার পর গাড়িগুলো চেকপোস্ট অতিক্রম করার সময় কাগজপত্রসহ যাবতীয় তথ্য গুরুত্ব সহকারে যাচাই করার পর চেকপোস্ট অতিক্রম করার অনুমতি যাতে প্রদান করা হয় তা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।বিষয়টি নিশ্চিত করা গেলে এই ধরনের দুর্বৃত্তপনা প্রতিরোধ করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন অনেক মালিকরা।গাড়িটি চুরি হবার পর এই গাড়ি চুরি হওয়ার ঘটনায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করে সিএইচটি টাইমস ডটকম।