চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ৬নং ওয়ার্ডের বলি পাড়া এলাকায় অবৈধভাবে ছড়া ভরাট করে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা বাড়ী নির্মাণ করছিল বশির আহম্মদ নামে জনৈক এক ব্যক্তি।
স্থানীয়দের মাধ্যমে ছড়া ভরাটের খবরটি পেয়ে
(৮মে) রবিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।
ওই সময় অবৈধভাবে নির্মাণাধীন পাকা বাড়ীর
পিলার ভেঙ্গে দিয়ে কাজ বন্ধ করে এবং কিছু রড জব্দ করে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ফরমান উল্লাহ’র জিম্মায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, অবৈধভাবে ছড়া ভরাট করে জবরদখল করে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা বাড়ী নির্মাণ করার অভিযোগে উপজেলার পশ্চিম কলাউজান বলি পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই এলাকার বশির আহম্মদ নামক জনৈক ব্যক্তি ছড়ার মধ্যে জবরদখল করে স্থাপনা নির্মাণ করেছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মুরব্বিদের উপস্থিতিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। জব্দকৃত রড় মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যকে জিম্মায় দেয়া হয়।
সরকারি খাসজমি ও পাবলিক ইজমেন্ট এর অবৈধ দখল প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।