

ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন অনুদানের চেক এবং গরীমা মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এককালীন ও শিক্ষা অনুদানের চেক বিতরণ করেন।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,সমাজসেবা কার্যালয় বান্দরবান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসময় সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.কুদ্দছ ফরাজী,জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের কনভেনিং কমিটির কনভেনর তিং তিং ম্যা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী,সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সত্যজিত মজুমদার মানু এবং উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারী সংস্থার পদস্থ কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ৭টি ভয়াবহ রোগের বিপরীতে ৩০ জনের প্রতিজনকে ৫০ হাজার করে ১৫ লাখ টাকা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে সাড়ে তিন হাজার করে ২ লাখ ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৭ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।