ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্নিমা পালন করেছে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়


প্রকাশের সময় :৯ জুলাই, ২০১৭ ৩:১০ : পূর্বাহ্ণ 614 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম,বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান এই ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্নিমা পালন করছে বৌদ্ধ সম্প্রদায়।আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলো সাজানো হয়েছে বর্নিল সাজে,আর শত শত ভক্তের পদচারণায় মুখরিত হচ্ছে দিনটি।সকালে ধর্মপ্রান বৌদ্ধ নারী-পুরুষেরা ইহকাল ও পরকালের শান্তির জন্য বিভিন্ন উপসনালয়ে উপস্থিত থেকে প্রার্থনায় অংশ নেয়।এসময় নারী-পুরুষ ভক্তরা বাতি প্রজ্জলন,ধর্মীয় প্রার্থনা,ভান্তেদের খাবার প্রদানসহ নানা ধর্মীয় রীতিনীতি পালন করছে।আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে বৌদ্ব ধর্মালম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা।বান্দরবানের রাজবিহার,কালাঘাটা গৌতম বৌদ্ব বিহার,বালাঘাটা বৌদ্ব বিহার,উজানী পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ব বিহারে চলছে প্রার্থনা,গুরু ভক্তি,ছোওয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন,বোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন,বৌদ্ব মুর্তি স্মান সহ নানান ধর্মীয় আয়োজন।আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ব ধর্মালম্বীরা,এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়,সৎ পথে চলা,বৌদ্ধের জীবনানুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ব ধর্মালম্বী পরিবার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!