শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নঃ মৃত ১৫ সদস্যের পরিবার পেলো নগদ অর্থ সহায়তা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২২ ৭:২৪ : অপরাহ্ণ 498 Views

শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে দুই বছর সময়কালে (২০২০ এবং ২১) মৃত্যুবরণকারী শ্রমিক ইউনিয়নের ১৫ সদস্যের প্রতিজনকে ৬০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার (১৭ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুদানের এই অর্থ সহায়তা মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের হাতে তুলে দেন।পার্বত্য মন্ত্রীর বাসভবনে আয়োজিত অর্থ সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান।এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.রেজা সরওয়ার,জেলা আওয়ামীলীগের সহসভাপতি উজ্জ্বল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ,পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কান্তি ঝন্টু,শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমল কান্তি দাস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শৈলশোভার নিজস্ব তহবিল থেকে মৃত্যুবরণকারী ১৫ জন সদস্যকে ৬০ হাজার টাকা করে সর্বমোট ৯ লক্ষ টাকা প্রদান করা হয়।মৃত সদস্যদের পরিবারের সদস্যরা এই অর্থ গ্রহণ করেন।এসময় মন্ত্রী বীর বাহাদুর শৈলশোভার নিজস্ব তহবিল থেকে অনুদানের এমন অর্থ সহায়তা প্রদানের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে শৈলশোভা শ্রমিক ইউনিয়নকে তাৎক্ষণিক দুই লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষণা করেন।প্রসঙ্গত,৭০০ পরিবহন শ্রমিকদের নেতৃত্বে থাকা শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার পরিবহণ শ্রমিকদের অধিকার সংরক্ষণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত,পরিবহন যাত্রীদের নিরাপদ ও কাঙ্ক্ষিত পরিবহন সেবা,করোনা মহামারীতে ইউনিয়ন অন্তভুর্ক্ত শ্রমিকদের মানবিক সহায়তা প্রদান,পরিবহন শ্রমিকদের সংকটকালে অর্থ সহায়তাসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে চট্রগ্রাম বিভাগ তথা দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবানের বৃহৎ ও প্রাচীন এই শ্রমিক সংগঠন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!