সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মানব জাতির অস্থিত্ব টিকেয়ে রাখতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই।পৃথিবীকে মানব জাতির বাসযোগ্য করার জন্য মানব সৃষ্টির আদি থেকেই সৃষ্টিকর্তা বৃক্ষ সৃষ্টি করেছেন।প্রাকৃতিক বিপর্যয়ের জন্য নির্বিচারে বৃক্ষ নিধন অন্যতম দায়ী।তাই নিজেদের বেঁচে থাকার স্বার্থে যেখানে খালি জায়গা পাওয়া যাবে,সেখানে গাছ লাগাতে হবে।শনিবার (৮ জুলাই) দুপর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসুচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর সুকুমার দত্ত এসব কথা বলেন।কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচীতে কলেজের উপ-অধ্যক্ষ অধ্যাপক গোলাম কাদের চৌধুরী,সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,শফিকুর রহমান,সহযোগী অধ্যাপক এনামুল হাই,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশিল,সহসভাপতি রেজাউল কমিম,যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার হোসেন শিবলুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু বলেন,পাহাড়ে ঘন ঘন পাহাড় ধসে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।ঘরবাড়ীসহ ভিটেমাটি হারাচ্ছে মানুষ।পাহাড় ধসের একমাত্র কারণ হচ্ছে পাহাড়ে গাছ না থাকা।যে সব পাহাড়ে গাছপালা নেই সেসব পাহাড় ধস নেমেছে।তাই পাহাড় ধস থেকে নিজেদের রক্ষার জন্য বাড়ীর আশে পাশে প্রচুর পরিমানে গাছ লাগানো প্রয়োজন।
এর আগে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন। পরে শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হয়।