

বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নূরুল হক এর উপস্থিতিতে তিনটি মামলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়,৩টি মামলায় নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৩ এপ্রিল) বিকেলে উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য তিরান্নবই লাখ একুশ হাজার ছয়শ টাকা।তদন্তকারী কর্মকর্তা এসআই ইহসানুল হাসান,ভারপ্রাপ্ত মালখানা ইনচার্জ এসআই প্রিয়েল পালিত,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।