সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা’র আওতায় নারী গণমাধ্যম কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ এপ্রিল ২০২২) দুইদিনব্যাপী দ্বিতীয় ব্যাচের কর্মশালার প্রথম দিনে দেশের ১০ জেলার ৩০ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।খবর দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মিজ আয়েশা আক্তার,জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) অতিরিক্ত মহাপরিচালক ফাইজুল হক, প্লাটফর্ম ফর ডায়ালগের (পিফোরডি) টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন।জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম, এনডিসি-র সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালক ছিলেন, এনআইএমসি পিফোরডি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল)।
কর্মশালায় অভিযোগা প্রতিকার ব্যবস্থার ওপর মন্ত্রিপরিষদ বিভাগ উপসচিব মো.মোখলেছুর রহমান, সেবা প্রদান প্রতিশ্রুতির ওপর মন্ত্রিপরিষদ বিভাগ যুগ্মসচিব মো.শাফায়াত মাহবুব চৌধুরী এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ওপর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. সোহেল পারভেজ প্রশিক্ষণ দেন।অনুষ্ঠানের সমন্বয়ক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহকারি পরিচালক মো.আব্দুল মান্নান ও সহযোগিতায় ছিলেন মো. যোবায়ের হোসেন।রোববার (১০ এপ্রিল ২০২২) জাতীয় শুদ্ধাচার কৌশলের ওপর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মিজ আয়েশা আক্তার, গ্রুপ তৈরি প্রতিবেদন ও ফিচার তৈরি উপস্থাপনের ওপর চ্যানেল আই-এর নিউজ এডিটর মীর মাসরুর জামান, তথ্য অধিকারের ওপর বাংলাদেশ বেতরের উপপরিচালনক সৈয়দ জাহিদুল ইসলাম প্রশিক্ষণ দেবেন।সেই সাথে সার্বিক পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠিত হবে।