মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ নারীকে দেশটির সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিনেটের নয় সদস্যের বেঞ্চে বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসনকে নিয়ে ভোট হয়। যার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৫৩ ভোটের বিপরীতে ৪৭ ভোট পেয়ে কেতানজি জয় পেলে তাকে নিয়োগ দেয় বাইডেন প্রশাসন। খবর এপি।
খবরে বলা হয়েছে, গতকালকের ভোটে কেতানজি ব্রাউন জ্যাকসনের বিরুদ্ধে ছিলেন তিন রিপাবলিকান। বাকিরা সবাই তাকে সমর্থন দিয়েছেন। চূড়ান্ত অনুমোদনের পর ৫১ বছর বয়সী এ বিচারপতিকে নিয়োগ দেয়া হয়। তিনি পূর্ববর্তী বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হলেন।
খবরে বলা হয়েছে, দেশে প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে জো বাইডেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সর্বোচ্চ আদালতে একজন কৃষ্ণাঙ্গ নারীকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া তারই একটি অংশ।
কেতানজি ব্রাউন জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের দিনটিকে সিনেটর চাক শুমার যুক্তরাষ্ট্রের জন্য একটি আনন্দের দিন বলে অভিহিত করেছেন। কেতানজি ব্রাউন জ্যাকসন দীর্ঘদিন আপিল কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন। সরকারি এ কৌসুলি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিগ্রিধারী। গুয়ানতানামো বে কারাগারে বন্দিদের হয়ে লড়েছিলেন তিনি।