

পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি,পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন ও ক্রেতাদের ন্যায্যমুল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার (০৩ এপ্রিল) বিকেলে বান্দরবান বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব প্রদান করেন।এসময় অভিযানে বান্দরবানের বিভিন্ন মুদি দোকান, মাছের দোকান,সবজির দোকান,খাবার হোটেল ও চাউলের বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালত।অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ক্রেতাদের মাছ বিক্রির অপরাধে ৫ মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা,চাউলের বস্তায় ওজন কম থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা,অপরিস্কারভাবে রান্না করা ও বিক্রি করার অপরাধে বাজারের এক খাবারের দোকানদারকে ৫হাজার টাকা,হোটেল ডিমোর এর রেস্টুরেন্টে মেয়াদ উর্ত্তীন মাখন পাওয়ায় কর্তৃপক্ষকে ১০ হাজারসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের সামনে দ্রব্যমুল্যের তালিকা পরীক্ষা,বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল মাপার যন্ত্র ও খাবার পরীক্ষা করে ভ্রাম্যমান আদালত।এসময় বিভিন্ন দোকানদারদের সর্তক করা হয় এবং রমজান মাসে কোন পণ্যের অতিরিক্ত দাম না রাখা এবং দ্রব্যের গুনগত মান অক্ষুণ রাখার নিদের্শনা প্রদান করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস বলেন,রমজান মাস উপলক্ষে কেউ যাতে অতি লাভ করতে না পারে এবং দ্রব্যর মুল্য স্বাভাবিক রাখার লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং যারা আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করেছে তাদের বিভিন্ন আইনে জরিমানা করা হয়েছে এবং অনেককেই সর্তক করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস আরও বলেন,বান্দরবানের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী,সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মাকসুদুল আলম,জেলা স্যানিটারী কর্মকর্তা সুশীলা কর্মকার,সদর উপজেলা স্যানিটারী কর্মকর্তা মিথুন বড়ুয়া,রোয়াংছড়ি উপজেলার স্যানিটারী কর্মকর্তা নাজিম উদ্দিনসহ পুলিশ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।