

সারাদেশের ন্যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জেলা বিএনপি।মঙ্গলবার (২২ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ইয়াছমিন পারভীন তিবরীজি’র নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজার নেতৃত্বে এই স্বারকলিপি প্রদান করা হয়।এসময় বান্দরবান জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার,জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম,জেলা বিএনপি নেতা আবিদুর রহমান,সদর উপজেলা যুগ্ম আহবায়ক সরোয়ার জামাল,সদস্য সচিব চনুমং মারমাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।এদিকে জেলাপ্রশাসক চত্বরে একই সময় স্বারকলিপি প্রদানকে কেন্দ্র করে বান্দরবান জেলা বিএনপির বিবদমান দুটি পক্ষের নেতাকর্মীদের অবস্থানকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের খবর পাওয়া গেছে।