

বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সদরের অসহায়,দুস্থ মাঝে খাবার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১ টায় জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।এসময় জেলা আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি দিপ্তি কুমার বড়ুয়া,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,জেলা আওয়ামী লীগ যুগ্মসাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় পার্বত্য মন্ত্রী দুস্থ ও অসহায় সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন।