

“বঙ্গবন্ধুর জন্মদিনে অঙ্গীকার,সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যকে নিয়ে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আওতাভুক্ত আলীকদম সেনা জোন এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’২২ উপলক্ষ্যে সেনাজোনের আওতাধীন দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত কুরুকপাতা ইউনিয়নে একটি শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে।এই শিশুমেলায় দূর্গম পাহাড়ী এলাকার প্রায় ৬০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উক্ত শিশু মেলায় বিভিন্ন রকম খেলাধুলায় অংশগ্রহণ করে।কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী, বলাইপাড়া,জানালীপাড়া ও মেনদনপাড়াসহ বিভিন্ন দূর্গম জনপদের কোমলমতি সকল শিশুদের আনন্দ প্রদানের জন্য মেলা ছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পাহাড়ী শিশুরা অংশগ্রহণ করে।উল্লেখ্য,উক্ত এলাকার শিশুরা সু-চিকিৎসা,শিক্ষা,বিনোদন ইত্যাদি সুবিধাদি থেকে বঞ্চিত।শিশুমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পাহাড়ী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা,বিভিন্ন রকম অসুস্থতার সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি মেডিকেল ক্যাম্পেইনও পরিচালনা করা হয়।এই ক্যাম্পেইনের আওতায় ৪৫০ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।আলীকদম সেনা জোন কর্তৃক মেলায় উপস্থিত সকল শিশুদের মাঝে খেলনা সামগ্রী এবং খাবার বিতরণ করা হয়।
জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল স্তরের মানুষের কল্যাণ এবং নিরাপত্তার জন্য আলীকদম সেনা জোন সর্বদা নিবেদিত।উক্ত অনুষ্ঠানে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান,পিবিজিএম,পিএসসি,স্থানীয় চেয়ারম্যান,হেডম্যান,কারবারী,গণমাধ্যমের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।