বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী পালন করছে বান্দরবান জেলা প্রশাসন


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২২ ১২:৩৬ : অপরাহ্ণ 491 Views

জাতির পিতা শেখ মুজিবুর রহমান।শুধু একটি নাম নয়,একটি দেশের ইতিহাস লুকিয়ে রয়েছে এই একটি নামেই।মানুষকে ভালোবেসে তিনি হয়েছিলেন ‘বঙ্গবন্ধু’।শত বছর শোষণ আর নিপীড়নের বেড়াজালে আবদ্ধ একটি জাতিকে মুক্তির দিশা দেখিয়ে এনে দিয়েছিলেন স্বাধীনতা। তাই তিনি জাতির পিতা।আজ ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতার জন্মবার্ষিকীর সেই মাহেন্দ্রক্ষণে সারা বিশ্বের কোটি কোটি বাঙ্গালি আনন্দের বর্নিল উৎসবে মেতে উঠেছে।জাতির পিতার জন্মবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগ ও আয়োজনে নানা বর্ণাঢ্য কর্মসূচি পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে দিবসের শুরুতেই বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।পরে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির পুষ্পস্তবক অর্পণ করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আকতার সুহটি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো.ছাদেক,সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুনুর রশীদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান,সিমন সরকার,রাজিব কুমার বিশ্বাস,প্রবীর বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।পরে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) এর নেতৃত্বে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাংবাদিক,সুশীল সমাজ এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়।সর্বস্তরের জনগণ এই র‍্যালিতে অংশগ্রহন করেন।পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের সম্প্রীতির মঞ্চে শিশুদের বর্ণিল উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী ও ছবি সম্বলিত ১০২ টি রঙিন বেলুন উড়িয়ে এবং কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করে বান্দরবান জেলা প্রশাসন।পরে বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার,সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী।আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের সার্বিক ব্যাবস্থাপনায় শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।একই দিন জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে একটি মোটর শোভাযাত্রা বের হয়।এই মোটর শোভাযাত্রাটি বান্দরবান জেলা শহর পদক্ষিন শেষে বেশ কয়েকটি উপজেলা পদক্ষিন করবে বলে জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সুত্র।এছাড়াও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৭দিনের সুবর্ণ জয়ন্তী মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বান্দরবানের জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান সভাপতিত্বে মেলা উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ টি স্টল অংশগ্রহন করছে।প্রসঙ্গত,১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নেন বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা।তার জন্মবার্ষিকীর এই মহালগ্নে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলায় আয়োজিত নানা কর্মসূচির প্রতিটি খবর,প্রতিটি ছবি,প্রতিটি মুহুর্ত সিএইচটি টাইমস ডটকম সগৌরবে তুলে ধরবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!