

বান্দরবানে জ্বলন্ত তঞ্চগ্যাঁ (৩৩) নামে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল পাঁচটার (আনুমানিক) দিকে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন চৌধুরী।তিনি জানান,জ্বলন্ত তঞ্চগ্যাঁ নামে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পুনর্বাসন চাকমা পাড়া থেকে বান্দরবানে আসার পথে ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় অপর একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।তবে তার নাম জানা যায়নি।ঘটনার পর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ওই এলাকায় পৌঁছে।এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্যমতে জনসংহতি সমিতির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।ঘটনার পর ব্রিকফিল্ড এলাকায় লাশটি মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে ছিল।বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কানন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরে বিস্তারিত জানানো হবে।এদিকে নির্ভরযোগ্য একটি সুত্র করেছে জলন্ত একসময় জেএসএস (মূল) দলের সক্রিয় সদস্য ছিলেন এবং সে জেএসএস এর একজন চাদা কালেক্টর ছিলেন।পরে সে ইউপিডিএফ গণতান্ত্রিক দলে যোগ দেয়।৮ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করা এক সন্তানের জনক জলন্ত বালাঘাটা বাজারের স্থায়ী বাসিন্দা।