

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলা সীমানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৪জনের মৃতদেহ রাতেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে আনে পুুলিশ।মর্গে ৪জনের মৃতদেহ ময়না তদন্তের জন্য কাজ করছে কক্সবাজার থেকে বান্দরবানে আসা সিআইডির বিশেষ একটি টিম।পরে নিহত ৪জনের লাশ ময়না তদন্ত শেষে রোয়াংছড়ি থানার এএসআই জীবন চৌধুরীর উপস্থিতিতে সোমবার (৭ মার্চ) বিকেল পাঁচটায় কেন্দ্রীয় বৌদ্ধ শ্বশানে লাশগুলো সৎকার করা হয়।লাশের সনাক্তকারী হিসেবে কেউ না আসায় পৌরসভার মাধ্যমে লাশগুলো সৎকার করা হয়।নিহত ৪জন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল মগ লিবারেশন পার্টির সদস্য।তবে এই ঘটনায় কেউ এখনো কোনও মামলা করেনি এবং কোনও আসামীকে এই প্রতিবেদন লেখাকালীন সময় পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান,ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি ওয়াকিটকি,২৭টি কাতুর্জ,১৫০টি টু টু রাইফেলের গুলি,কয়েকটি মোবাইল এবং সন্ত্রাসীদের ব্যবহ্নত পোষাক ও টুপি উদ্ধার করেছে পুলিশ।প্রসঙ্গত:শনিবার (৫মার্চ) রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ক্যচলং মৌজার পালিক্ষ্যং মুখ এলাকায় পার্বত্য এলাকার সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে আর রবিবার (৬মার্চ) দুপুরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নদীপথে ওই এলাকায় গিয়ে নিহত ৪জনের লাশ উদ্ধার করে।