

উথোয়াই মার্মা জয়ঃ-টানা দুুইদিনের মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে বান্দরবানের লামায় পৌর শহরে বন্যা কবলিত এলাকায় ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খেচুরী ও বিশুদ্ধ পানি বিতরণ হয়।৪ জুলাই/১৭ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যায় পর্যন্ত পৌরসভা ও স্থানীয় এনজিও এনজেড একতা যৌথ উদ্যোগে ৬টি আশ্রয় কেন্দ্র ও বাজারে বন্যায় কবলিত বিভিন্ন এলাকা পরির্দশন করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু,পৌর মেয়র জহিরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল,গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা,প্যানেল মেয়র হোসেন বাদশা, কাউন্সিলর ফরিদ উদ্দিনসহ প্রমূখ।ত্রাণ বিতরণ শেষে বান্দরবান জেলা প্রশাসক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের সাথে সাক্ষাতকার ও দিক নির্দ্দেশনা মূলক কথা বলেন।