

অদ্য ১৯ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ ১৪৩০ ঘটিকায় বান্দরবান সদরের কাশেম পাড়া এলাকায় ধারণা মোতাবেক বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে আয়েশা বেগম (৭০),স্বামী মৃত-সিকান্দার আলী, সাং-কসাই পাড়া,০৯নং ওয়ার্ড,বান্দরবান,পৌরসভা এর একটি বসত ঘর পুড়ে যায়।অগ্নিকান্ডের সময় বসত ভিটায় কেউ উপস্থিত ছিলো না। এ সময় ঘরের মালিক আয়েশা বেগম তালিমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে গমন করে চলে যান এবং তার সাথে থাকা বড় ছেলে নিজের কর্ম স্থলে ছিলেন । ফলে এই ঘটনার সময় বসতভিটায় কেউ উপস্থিত ছিলেন না। ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। স্থানীয়রা জানান হঠাৎ ঘরে আগুন দেখে ছুটে আসেন এবং স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করে সার্থক হন।পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ মাত্রা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং পার্শ্ববর্তী ঘরগুলোকে আগুন থেকে রক্ষা করে। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়।ব্যবহারের মত কোন জিনিসই অবশিষ্ট থাকেনা।এই ঘটনার সংবাদ পাওয়া মাত্র বান্দরবানের সেনা জোন হতে দ্রুত একটি আগুন নির্বাপক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিস এর সাথে আগুন নেভাতে সাহায্য করে। পরবর্তীতে বান্দরবান জোনের উপ-অধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি ও বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী আয়েশা বেগম কে নগদ ১৫০০০ টাকা দুইটি কম্বল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন।এ সময় মেজর এস এম মাহমুদুল হাসান সোহাগ ভুক্তভোগী এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন,আপনার এই অবস্থার জন্য আমরা সবাই শোকাহত।আপনার হারানো জিনিসকে আমরা ফিরিয়ে দিতে পারব না,তবে আপনার এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।এসময় তিনি আয়েশা বেগমের মোট ক্ষতির পরিমাণ নির্ণয় পূর্বক নতুন ঘর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন।আয়েশা বেগমের আনুমানিক নগদ টাকাসহ সর্বমোট ১-২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।