

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত নারীদের আর্থসামাজিক উন্নয়নে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারী মেশিন ও জেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে ট্রাক্টর ও পাওয়ার টিলার মেশিন বিতরণ’২০২২ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন,পুলিশ সুপার (ট্যুরিস্ট) মোহাম্মদ আবদুল হালিম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,জেলা পরিষদ সদস্য ক্যা সা প্রুসহ প্রমুখ।অনুষ্টান শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন নারীদের ২শত ৮৪টি অটোমেটিক এ্যাম্ব্রয়ডারী মেশিন এবং কৃষক সমবায় সমিতির মধ্যে ১টি ট্রাক্টর ও ৪টি পাওয়ার টিলার মেশিন বিতরণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,বর্তমান সরকার নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।নারীদের স্বাবলম্বী করে নিজ পায়ে দাঁড়াতে সরকার নারীদের বিনামুল্যে বিভিন্ন প্রশিক্ষণ,ভাতা এবং সহায়ক সামগ্রী প্রদান করে যাচ্ছে।