

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বান্দরবান সেনা রিজিয়ন ও সদর সেনা জোনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্থরা পেয়েছে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা।গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের হাতে মানবিক সহায়তা তুলে দেন ৬৯ পদাতিক ব্রিগ্রেডের সম্মানিত কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক (এনডিসি,এএফডব্লিওসি,পিএসসি)।সহায়তা প্রদানকালে বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঈনুল হক (এসইউপি,পিএসসি),নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মো.মাহমুদুল হাসান (পিএসসি) উপস্থিত ছিলেন।মানবিক সহায়তা হিসেবে বান্দরবান সেনা রিজিয়ন এবং সদর জোন যৌথভাবে প্রতিটি পরিবারকে নগদ ৮ হাজার টাকা করে প্রদান করা হয়।এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জরুরী খাদ্য উপকরণ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ কেজি চাল,২ কেজি ডাল,১টি কম্বল,২ লিটার পানি,১ কেজি লবণ,২ কেজি আটা,আধা লিটার করে সয়াবিন তেলসহ ১৬টি প্যাকেট তুলে দেয়া হয়।উল্লেখ্য মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত তিনটায় বাঘমারা বাজারের পঞ্চয়ন দাশ এর চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা থেকে ফায়ার সার্ভিস এর ২টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
দীর্ঘ ৪০ মিনিট পানি ছিটিয়ে পুরো বাজারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস এর সদস্যরা।এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থরা।এদিকে সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।