

বান্দরবানের রুমায় অস্ত্রধারীদের সঙ্গে গুলিবিনিময়ের সময় নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী শহরের বহালগাছিয়া এলাকায় নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।এর আগে সন্ধ্যা ৭টার দিকে বহালগাছিয়া যুবক হাউজিংয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার আগে নিহতের সম্মানে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে হাবিবুর রহমানের মরদেহ পটুয়াখালী নিয়ে যাওয়া হয়।এসময় তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।পটুয়াখালীর জেলা শহর সংলগ্ন বহালগাছিয়া গ্রামের বাড়িতে নিজ হাতে গড়া বাসভবন ‘সেনা নিকেতন’ পরিবারের সদস্য,আত্মীয়-স্বজন,পাড়া-প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে আছে এসময়।শোকে স্তব্ধ সেনা নিকেতন পরিবারের প্রতিটি সদস্য।প্রসঙ্গত,বুধবার সাড়ে ১০টার দিকে রুমা জোন এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।এ ঘটনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এবং ৩ সন্ত্রাসী নিহত হয়।এছাড়াও এ ঘটনায় সেনাবাহিনীর সৈনিক ফিরোজ আহত হন।এ ঘটনায় গভীরভাবে শোকাহত এবং মর্মাহত সিএইচটি টাইমস ডটকম পরিবার।