

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে জি-আর খাতের আওতায় বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার (২৯ জানুয়ারি) সকাল এগারোটায় সুয়ালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা সুয়ালক বাজার ও আমতলী পাড়াসহ বেশ কয়েকটি ওয়ার্ডের কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র নারীপুরুষের শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এয়াকুব চৌধুরী,উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ,তথ্য ও গবেষণা সম্পাদক নির্মল কান্তি দে,ইউনিয়ন আ.লীগ এর সভাপতি মো.নাছির।এছাড়াও ছাত্রলীগ সভাপতি মো.রাসেল ভুইয়া,যুবলীগ সভাপতি জসিম উদ্দিন,সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু বলেন,ভৌগলিক কারনে এই জেলায় শীতের তীব্রতা একটু বেশি।যে কারণে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রচুর মানুষ শীতের কারনে কষ্ট পায়।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতদরিদ্র এসব শীতার্ত মানুষকে জি-আর খাতের আওতায় আপদকালীন পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে শীত কম্বল বিতরণ করছে।