

কারাগারের সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বান্দরবান জেলা কারাগার পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন।শুরুতেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এবং জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ও কারা জেলার কে নিয়ে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক।পরে,জেল সুপার কারাগারের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক, বান্দরবানকে অবহিত করেন।এসময় বান্দরবান জেলা কারাগারের বেসরকারি দুই কারা পরিদর্শক কাজল কান্তি দাশ ও লালসানি লুসাই এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সকল কারাবন্দিদের চিত্তবিনোদনের জন্য উপহার হিসেবে দুইটি ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রেডক্রিসেন্ট,বান্দরবান ইউনিটের পক্ষ থেকে ৭ বিদেশী কারাবন্দী নাগরিককে দেয়া উপহার সামগ্রী কারা কতৃপক্ষকে হস্তান্তর করা হয়।পরিদর্শনকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,কারাবন্দিরা যেনো বিটিভি,বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টেলিভিশনে প্রচারিত বিভিন্ন উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান দেখে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এ উদ্দেশ্যে টেলিভিশন দুইটি হস্তান্তর করা হলো।এসময় বিভিন্ন অপরাধ সম্পর্কে জ্ঞানলাভ এবং অপরাধের পরিনতি কি হতে পারে তা নিয়ে টেলিভিশনে প্রদর্শিত গঠনমূলক অনুষ্ঠানগুলো থেকে শিক্ষা নিতে কারাবন্দিদের আহবান জানান জেলা প্রশাসক, বান্দরবান।অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাশ,ওমেন চেম্বার অব কমার্স বান্দরবানের সভাপতি লালসানি লুসাই,রেডক্রিসেন্ট এর ইউনিট ইউএলও মো.মোশারফ হোসেনসহ কারা চিকিৎসক ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট ভারত ও মায়ানমারের ৭ কারাবন্দি বিদেশি নাগরিক কে উপহার সামগ্রী হিসেবে ১টি শীতবস্ত্র,১টি শার্ট ও ১ টি-শার্ট,১টি কম্বল,১ জোড়া স্যান্ডেল এবং ১টি ব্যাগ উপহার হিসেবে প্রদান করে।