

দায়িত্বশীলতার সাথে জণগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য আহবান জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।তৃতীয় ধাপে অনুষ্ঠিত রুমা ও আলীকদম উপজেলার নবনির্বাচিত সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন আহবান জানান বান্দরবানের জেলা প্রশাসক।গতকাল মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে আরও বলেন,জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের প্রতিটি জনগণকে দলমতের উর্ধ্বে উঠে নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে হবে।এলাকায় বিরাজমান সমস্যা গুলো চিহ্নিত করে প্রশাসনকে অবহিত করতে হবে যাতে চিহ্নিত সমস্যার দ্রুত সমাধান করা যায়।এসময় জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার পাশাপাশি প্রশাসনিক নির্দেশনা মেনে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মো.রেউজাউল করিম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।