নাইক্ষ্যংছড়ি তে নতুন বইয়ের ঘ্রাণ পেলো কোমলমতি শিক্ষার্থীরা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২২ ১২:০৭ : পূর্বাহ্ণ 350 Views

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়েছে।শনিবার সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ক্রোক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসনে মেম্বার,সাংবাদিক আমিনুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন।বই বিতরণ অনুষ্ঠান শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানওয়ান চাকের নিজস্ব উদ্যোগে পরিচালিত ক্রোক্ষ্যং চাক পাড়া বীর বাহাদুর শিশু সদন এর ছাএছাএীদের মাঝে কম্বল ও স্কুল ব্যাগ বিতরন করা হয়।অন্যদিকে বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা হল রুমে মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,সহকারী শিক্ষক মাওলানা আবদুল গফুর,মাওলানা আবদুল্লাহ,মাস্টার মহিউদ্দিন মো.এমদাদ,তমিম গোলাল প্রমুখ।একই দিন বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার
অভিভাবক সদস্য আবদুল জব্বারের সভাপতিত্বে সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মো.আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল হোসাইন,সমাজ সেবক আবুল হাসেম,শিক্ষক মাওলানা মো.হোসেন,অভিভাবক সদস্য জাকের হোসেন,মাস্টার মো.রফিক প্রমুখ।এছাড়াও বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নুর এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান মো.আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বই বিতরণ করেন।সহকারী শিক্ষক মো.বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক চিংচালা চাক,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো.কামাল হোসাইন,সাংবাদিক আবদুর রশিদ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।এদিন সারা দেশের ন্যায় বাইশারী মডেল কেজি ও বালিকা উচ্চবিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো.হাসান আলীর সভাপতিত্বে বিদ্যালয় হল রুমে পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে নতুন বই বিতরণ করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলম কে বাইশারী মডেল কেজি ও বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!