২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ১২৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে।পরীক্ষার্থীদের মাঝে ৪২জন মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং ৮৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।৪২জন মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০জন এ প্লাস (জিপিএ-৫.০০) এবং এ গ্রেড পেয়েছে ৯ জন,ব্যবসায় শিক্ষা বিভাগের ২জন শিক্ষার্থী এ প্লাস,২০ জন এ গ্রেড এবং একজন এ মাইনাস পেয়েছে।কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবছর প্রথম কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে অংশ নেয় ৮৩জন পরীক্ষার্থী।শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথমবার অংশ নিয়েই এসএসসি রেজাল্টে সফলতার স্বাক্ষর রাখে।পরীক্ষার্থীদের মধ্যে এ প্লাস (জিপিএ-৫.০০) পেয়েছে কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজিতে ২৫জন,উড ওয়ার্কিং বিভাগে ৯জন এবং ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশনে একজন,বাকি ৪৮ জন পেয়েছে এ গ্রেড।