তীব্র শীতে কষ্ট পাওয়া বান্দরবানের গরীব ও অসহায় ৫শত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বান্দরবান শাখা।৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে ব্যাংকটির বান্দরবান শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র গরীব ও অসহায়দের প্রদান করেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।এসময় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বান্দরবান শাখার শাখা প্রধান সাইফুল ইসলাম রাজন,অপারেশন ম্যানেজার মো.আলমগীর,বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক দীপ্তি কুমার বড়–য়াসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর বলেন, ব্যাংকি সেবার পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বান্দরবান শাখা বিভিন্ন সামাজিক কর্মকান্ডের অংশ হিসেব এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে।এসময় প্রধান অতিথি বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর আগামীতে ও জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ডে অংশ নেয়ার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষকে আহবান জানান।