

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।এতে থেমে নাই নির্বাচনে অংশ নেয়া প্রতিনিধিদের দৌরাত্ব।আজ শেষ দিনে পাঠানো হয়েছে নির্বাচনের যাবতীয় সরঞ্জাম।প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে স্ব স্ব কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন।এদিকে সমাপ্তি ঘটেছে প্রতিনিদের গণসংযোগ।জানা যায়,এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়াই করবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা। এতে শেষ দিনেও দৌড় ঝাপ যেন থেমে নেই প্রার্থীদের।যে যার মত নিজেকে জেতাতে চলছে ঘরে ঘরে দৌড়ঝাঁপ।আবার ভোট কেন্দ্রে এজেন্ট নিয়োগ নিয়েও ব্যাস্ত সময় পার করছে প্রার্থীরা।যেনো অলিখিত যুদ্ধ।
নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায় রোয়াংছড়ি উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী রয়েছে ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১০ জন।সংরক্ষিত নারী পদে ২৫ জন ও সাধারণ সদস্য পদে ৮৪ জন প্রার্থী।রোয়াংছড়িতে মোট ভোটার রয়েছে ২১ হাজার ৭৬ জন।অপরদিকে থানচি উপজেলায় ৪টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ৪জন ও স্বতন্ত্র প্রার্থী ৮ জন।তার মধ্যে সরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন ও সাধারণ সদস্য পদে ১১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে।ভোটার রয়েছে ১৬ হাজার ৫শত জন।এদিকে নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান,রবিবার ৪র্থ ধাপের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।সেই সাথে শনিবারই প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙখলা বাহিনীকে যার যা দায়িত্ব তা বুঝিয়ে দেয়া হয়েছে।