বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২১ ১:৩৮ : অপরাহ্ণ 544 Views

বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক শফথ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আয়োজিত চুড়ান্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।সভায় বান্দরবানের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,ডেপুটি সিভিল সার্জন ডা.মং টিং,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা,বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য,তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের কর্মসূচি প্রনয়ক (প্রোগ্রামার) সুরত আলম আকাশ সহ সরকারি বেসরকারি প্রতিটি বিভাগ ও সংস্থা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক অধ্যায়।মাননীয় প্রধানমন্ত্রী কতৃক শফথ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে হলে সরকারি-বেসরকারি প্রতিটি বিভাগ ও সংস্থার সমন্বয়ে কর্মসূচি সফল করতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

error: কি ব্যাপার মামা !!