

পার্বত্য শান্তিচুক্তি’র অগ্রযাত্রায় বান্দরবানে ২৪তম বর্ষপূর্তি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা,দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ,বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীর মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে গিয়ে শেষ হয়।পরে রাজার মাঠে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক (এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি) উপস্থিত ছিলেন।আশীষ বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি,(বিএসপি,পিএসসি),নবাগত লেঃ কর্নেল মোহাম্মদ মঈনুল হক (এস ইউ পি,পি এস সি),অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম.জাহাঙ্গীর,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।আলোচনা সভা শেষে ৫০০ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।কর্মসূচির অংশ হিসেবে সিভিল সার্জন বান্দরবান এবং ৭ ফিল্ড এ্যম্বুলেন্স এর যৌথ ব্যাবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।এছাড়াও দুপুর তিনটায় জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় রাজার মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।