

বান্দরবান জেলা স্টেডিয়ামের ঘাস পরিষ্কার করার জন্য বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থাকে একটি মোয়ার মেশিন (ঘাস কাটার যন্ত্র) প্রদান করা হয়েছে।সোমবার (২৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্টেডিয়াম পরিদর্শন শেষে বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির কাছে এই মোয়ার মেশিন (ঘাস কাটার যন্ত্র) হস্তান্তর করেন।জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক,সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান,নেজারত ডেপুটি কালেক্টর মো.মাসুদুর রহমান রুবেল,জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুজিবুর রশীদ, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।মোয়ার মেশিন প্রদানকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,করোনার কারনে দীর্ঘদিন বান্দরবানের ক্রীড়াঙ্গন থমকে গিয়েছিলো।পরিচর্যার অভাবে স্টেডিয়ামের ঘাস বৃদ্ধির পাশাপাশি প্যাভেলিয়ান নষ্ট হতে বসছিলো।জেলা প্রশাসনের মাধ্যমে এবার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা নিয়ে বান্দরবান সবচেয়ে বড় এই স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগি করার কাজ শুরু করেছি।প্যাভেলিয়ান গুলোকে রং করে আকর্ষণীয় গ্যালারি তে রুপান্তর করা হবে। মাঠের ঘাসগুলো পরিস্কার করার জন্য একটি মোয়ার মেশিন (ঘাস কাটার যন্ত্র) বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তার কাছে হস্তান্তর করলাম।এসময় জেলা প্রশাসক বান্দরবানের তরুণ ও যুব সম্প্রদায় খেলাধুলায় ধারাবাহিকভাবে সাফল্য বজায় রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।