বান্দরবানের ছয় ব্যাবসায়ী পেলেন সেরা করদাতা সম্মাননা


অনলাইন নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২১ ৮:০০ : অপরাহ্ণ 325 Views

বান্দরবানের ছয় ব্যবসায়ীকে সেরা করদাতা সম্মাননা পেয়েছেন।বুধবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহবুবুল আলম।সম্মাননা প্রাপ্তরা হলেন-কাজল কান্তি দাশ,মোহাম্মদ নুরুল আবছার,মো.আলী,রাজু বড়ুয়া,হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো.জুয়েল।এদের মধ্যে প্রথমবারের মতো সেরা করদাতার স্মারক পেয়েছেন বান্দরবানের তরুণ ব্যবসায়ী ও ঠিকাদার রাজু বড়ুয়া ও সায়েদ এবং নারী উদ্যোক্তা হিসেবে হুরে জান্নাত।আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান সহ আরও ৪ টি জেলার সর্বমোট ৪২ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিন।সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহবুবুল আলম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক।শুভেচ্ছা বক্তব্য দেন কর কমিশনার একেএম হাসানুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম,মেট্রোপলিটন চেম্বার সিএমসিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী,কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহসহ প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!