মিথ্যা অভিযোগ দিয়ে জমি এবং বাগান দখলের প্রতিবাদ জানিয়ে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে কুহালং ইউনিয়নের চেমীর মুখ এলাকার আব্দুল আলম নামে এক ব্যাবসায়ী।
২০নভেম্বর (শনিবার) সকালে বান্দরবানের একটি হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় আব্দুল আলম অভিযোগ করে সাংবাদিকদের বলেন,আমার সম্মান আর সম্পদ দেখে এলাকার অনেকেই আমার প্রতি হিংসা করে, হিংসার বহি প্রকাশ হিসেবে আমাকে বিভিন্নভাবে হেয় করতে কাজ করছে আমার এলাকার একটি কুচক্রী মহল।
এসময় তিনি আরো বলেন, কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে গত ১৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আমাকে নিয়ে ভিত্তিহীন বিভিন্ন অভিযোগ দায়ের করে যার আমি তীব্র প্রতিবাদ জানাই। এসময় তিনি আরো বলেন,পারিবারিক,সামাজিক ও জমি সংক্রান্ত শক্রতাবশত আমাকে হেয় করতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে আমি তার প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার চাই।
সংবাদ সম্মেলনে আব্দুল আলম আরো বলেন,কতিপয় ব্যক্তি আমাকে ও অগ্রণী ব্যংক এর ম্যানেজারের যোগসাজোশে অগ্রণী ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনের অভিযোগ এনেছে ,যা সম্পূর্ণ মিথ্যা। এসময় তিনি সঠিক ঘটনা তদন্ত ও মিথ্যাচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
সংবাদ সম্মেলন আব্দুল আলম তার পরিবারের সদস্য,বান্দরবান প্রেসক্লাবের সেক্রেটারী মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।