

বান্দরবানে মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রির সময় মো. কামাল (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২শ পিস ইয়াবা।সোমবার (১৫ নভেম্বর) রাতে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক কামাল চট্টগ্রাম জেলার মৃত সামশুল আলমের ছেলে। বর্তমানে তিনি বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত রয়েছেন।বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ২শ ইয়াবাসহ কামাল নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।তিনি আরও বলেন, আটক কনস্টেবলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে পুলিশের এক কনস্টেবল ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।