

রক্ত সংগ্রামের অনবদ্য ইতিহাসে বাংলাদেশ তথা বিশ্ব যুব রাজনীতি তে আলোকিত যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী তে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ কার্য্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অপুর্ব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ।এসময় তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন যা ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।সংক্ষেপে যুবলীগ নামে সংগঠনটি বহুল প্রচলিত।এটি বাংলাদেশ আওয়ামীলীগের যুব অঙ্গসংগঠন।স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগের বলিষ্ঠ অংশগ্রহণ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি বিশ্বাস করি।আমি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে যুবলীগের প্রতিষ্ঠাতা,বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শেখ ফজলুল হক মনি’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মনে প্রানে বিশ্বাস করি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুধু বাংলাদেশে নয় দক্ষিণ পূর্ব এশিয়ার সকল যুব সমাজের কাছে অনুকরণীয় এবং অনুসরনীয় একটি সংগঠনে পরিপূর্ণতা লাভ করবে।এসময় তিনি ৪৯তম জন্মবার্ষিকীর সফলতা কামনা করেন।