

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১।শনিবার (৬ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগের আয়োজনে অতিথিরা অরুণ সারকী টাউন হল প্রাঙ্গনে প্রথমে জাতীয় সংগীত পড়ার মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন।এরপর অরুণ সারকী টাউন হল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমবায় বিভাগের কনভেনার ফাতেমা পারুল এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাওসার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দীন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাওসার হোসেন,জেলা পরিষদের নির্বাহী আব্দুল্লাহ আল মামুন।আলোচনা সভা শেষে ৩টি সমবায় সমিতি লিঃ কে প্রায় ৩ লক্ষ ৪০হাজার টাকার ঘুর্ণায়মান ঋণের চেক বিতরণ করা হয় এবং ৮ জন সফল সমবায় সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।