বান্দরবানে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফাতেমা আক্তারের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ফাতেমা আক্তার কাজে খুবই পারদর্শী।কাজের মাধ্যমে সে যাতে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলে সেই লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে তমাস ত্রিপুরা নামে এক প্রতিবন্ধী মোবাইলের যন্ত্রপাতি মেরামতে পারদর্শী হওয়ায় তাকেও একটি মোবাইলের দোকান খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন।
সেলাই মেশিন পেয়ে আনন্দিত ফাতেমা আক্তার বলেন,আমি সেলাইয়ের কাজ জানি।প্রশিক্ষন নিয়ে বুটিকের কাজও শিখেছি।কিন্তু সেলাই মেশিন না থাকায় কাজ করতে পারছিলাম না।জেলা প্রশাসক আমাকে মেশিন দেওয়ায় আমি খুবই আনন্দিত।এর মাধ্যমে কর্মসংস্থানের পথ তৈরি হবে বলে আশা করেন তিনি।এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, জেলা প্রশাসনের এনডিসি কায়েসুর রহমান উপস্থিত ছিলেন।