

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবানের লামা সহস্রাধিক দু:স্থ নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃরবিউল হোসেন ভুঁইয়ার ব্যাক্তিগত উদ্যোগে এই বস্ত্র বিতরণ করেন।ঈদ বস্ত্র প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও লামা পৌরসভার সাবেক মেয়র মোঃআমির হোসেন।এ সময় স্থানীয় বিএনপি নেতা আবদুর সত্তার হাজী,মোঃজসিম উদ্দিন,সাঈদ মিয়া,মোঃ সামছুদ্দীন,আবচার,উপজেলা তাঁতী দলের সভাপতি ফজর আলী,যুবদলের সাধারন সম্পাদক মো.হারুন অর রশিদ,পৌর ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।এসময় ইউনিয়নের দুঃস্থ দুই সহস্রাধিক উপজাতি ও বাঙ্গালী সম্প্রদায়ের লোকজনকে শাড়ি,লুঙ্গি,পাঞ্জাবী,গেঞ্জি,থামি দেয়া হয়।এসময় উপজেলা বিএনপি’র নেতারা উপস্থিত হওয়া লামার সাধারন জনগণকে কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।