

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্য কে সামনে রেখে
বান্দরবানে হলুদিয়া কাইচতলী যুব সমাজের আয়োজনে শুক্রবার (১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হলুদিয়া কাইচতলী থাই ফুড মাঠ প্রাঙ্গণে সেমিফাইনাল খেলায় অপুর্ব স্পোর্টিং ক্লাব বনাম বড়দুয়ারা একাদশ অংশ গ্রহণ করে।নির্ধারত সময়ে কোন গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে।পরে ৫-৪ গোলে বড়দুয়ারা একাদশ কে হারিয়ে শক্তিশালী টিম অপুর্ব স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো: জুবায়ের।গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর সাতকানিয়া সাংগঠনিক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, সহ- সভাপতি মোস্তাক আহমদ,স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান সুয়ালক কাইচতলীর কৃতী সন্তান বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক আলহাজ্ব কাজী নাসিরুল আলম,বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ক্রীড়া সংগঠক যুব সমাজের আয়কন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও অপুর্ব স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ,মেঘলা পুলিশ ক্যাম্পের আইসি মোঃ আব্দুল মান্নান।সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহেসান উল্লাহ।ফুটবল খেলায় সুন্দর ভরাট কন্ঠে ধারাভাষ্যকার প্রদান করে খেলার অতিথি ও দর্শকদের মনজয় করেন ক্রীড়া সংগঠক মো: সাইফুল।প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন হলুদিয়া কাইতলীর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন সরদার সাদা মনের মানুষ মনছফ আলী,ক্রীড়া সংগঠক মোহাম্মদ জিয়াউল হক,মোহাম্মদ হাসান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বান্দরবানের গণমাধ্যম কর্মী বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ আলী,রশিদা কল্যাণ ট্রাস্টের সভাপতি নুরুল আবছার মেম্বার,ক্রীড়া প্রেমী মোঃ জসিম উদ্দিন,শ্রমিক নেতা বশির আহমেদ’সহ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বলেন, হলুদিয়া কাইচতলী যুব সমাজ এর উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয়, তিনি ছাত্র ও যুবসমাজের সকলকে আরো বেশি বেশি খেলাধুলার আয়োজন করার প্রতি মনোযোগী ও উৎসাহী হওয়ার পরামর্শ প্রদান করেন,আসুন আমরা সকলে লেখা পড়ার পাশা-পাশি খেলাধুলো করার জন্য উৎসাহিত করি, মাদক মুক্ত সমাজ গড়ি।