

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ১লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি স্কুল দপ্তরী কে গ্রেফতার করেছে।শুক্রবার (২০ আগষ্ট) রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক দিকনির্দেশনায় থানায় কর্মরত এসআই নুরুল ইসলাম,এসআই অরুন কুমার চাকমা,এসআই রাকিবুল ইসলাম,এসআই ধীমান বড়ুয়া,এএসআই খাদেমুল ইসলাম ও এএসআই ইসমাইল হোসেন সহ সঙ্গীয় ফোর্স সোনাইছড়ি ইউনিয়নের মারেগ্যা পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল।এ সময় সোনাইছড়ি ইউনিয়নের মারেগ্যা পাড়ার বাসিন্দা ক্যহাইনচিং মার্মার ছেলে সোনাইছড়ি হাইস্কুলের দপ্তরী উচহ্লা মার্মা পিন্টু(৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।তার হেফাজতে লুকিয়ে রাখা ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।যার মুল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।এ সংক্রান্তে থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন।এ সময় তিনি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।