

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ও শহীদ পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে এতিম,অনাথ,অসহায় ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।রবিবার (১৫ আগস্ট) দুপুরে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্র্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।এসময় এতিম,অনাথ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার হাতে তুলে দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
খাবার বিতরণ কার্যক্রমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।আয়োজনের সাথে সম্পৃক্ত বান্দরবান জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর জানান,জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০হাজার এতিম,অনাথ,অসহায় ও কর্মহীনদের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।এছাড়া নানা কর্মসুচীর মাধ্যমে দিবসটি উদযাপন করছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।