

বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শনিবার (১৪ আগস্ট) সকালে জেলা শহরের মেঘলায় ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম ও ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।এসময় পার্বত্যমন্ত্রী বলেন,পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ।বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি সৌন্দর্যও বৃদ্ধি পায়।
ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো.আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু,ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক উপস্থিত ছিলেন।