

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোলানার পাড়া শূন্য রেখার এক রোহিঙ্গাকে ৩৩ টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৯ আগস্ট) সকাল ৬ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত রোহিঙ্গ্যার নাম মোঃ জয়নুল আবেদীন (৬৫)।সে কোনার পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মৃত ফজল আহম্মেদ এর ছেলে।জানা যায়,সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ৩৪ বিজিবির অধীনস্থ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির বিজিবি জোয়ানরা উখিয়া উপজেলার পালংখালি পাকা রাস্তার উপর টিভি টাওয়ার গামী ইজিবাইকে একজন সন্দেহভাজন রোহিঙ্গাকে তল্লাশি করলে তার কাছ থেকে ৩৩ স্বর্ণের বারসহ (৪৭০ ভরি) ওই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হন।যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।ধৃত পাচারকারীকে উখিয়া থানায় সোপর্দ করতঃ ও উদ্ধার স্বর্ণের বার ট্রেজারী অফিসে জমাদান বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।