

বান্দরবানের রাজবিলা ইউনিয়নের গলাচিপা এলাকা থেকে পাওয়া হাত-পা বাধা এক নারীর জবাই করা লাশের পরিচয় পাওয়া গেছে।নিহত তরুনীর নাম রুপা আক্তার (১৬)।তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউপির ধলা পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ বাঁশির মেয়ে।পুলিশ খবর পেয়ে গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গলাচিপা এলাকার জাহাঙ্গীর বাগ নামক স্থান থেকে হাত-পা বাধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে।প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।নিহত তরুনীর ভাই মোঃওবাইদুল ইসলাম জানিয়েছেন তাঁর বোনের সাথে পার্শ্ববর্তী ডাক বাংলা বিহার পাড়ার বাসিন্দা মোঃরহিদ মিয়ার বখাটে পুত্র মো.কাজলের প্রেমের সম্পর্ক ছিলো।কিন্তু পরিবার তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নেয়নি।গত ছয় মাস আগে পারিবারিকভাবে আমার বোনকে পার্শ্ববর্তী রাঙ্গুনিয়ায় বিয়ে দেয়া হয়।গত ১৫ দিন আগে আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে আসে।ঘটনার দিন সন্ধ্যায় কাজল আমার বোনকে মোবাইলে যোগাযোগ করে তাঁর সাথে দেখা করতে বলে।আমার বোন বাড়ির সবার অজান্তে কাজলের সাথে দেখা করতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।সে বাড়িতে না ফেরায় আমরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনও সন্ধান পাইনি।সকালে জানলাম আমার বোনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।কাজল আমার বোনকে বিয়ে করতে না পেরে প্রতিশোধপরায়ন হয়ে আমার বোনকে খুন করেছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান,প্রাথমিকভাবে প্রেমঘঠিত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারা বলে পুলিশ ধারণা করছে।