

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা গ্রহন করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার বিতরণ করেন।শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত ছিলেন।শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ ৭ ক্যাটাগরিতে ১২ জন ক্রীড়া ব্যক্তিত্ব আর প্রতিষ্ঠানকে এই সন্মাননা প্রদান করেন।আজীবন সম্মাননা পান লিজেন্ড ফুটবলার কাজী সালাহউদ্দিন।দেশ সেরা ক্রীড়া সংগঠক হিসেবে যৌথভাবে সম্মাননা পেলেন মঞ্জুর কাদের ও ক্য শৈ হ্লা।উল্লেখ্য ক্যশৈহ্লা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।এদিকে ক্রীড়া সংগঠক হিসাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এই সম্মাননা পাওয়ায় বান্দরবানের ক্রীড়া অনুরাগীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।দলমত নির্বিশেষে সবাই জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে।সিএইচটি টাইমস ডটকম পরিবারের পক্ষ থেকেও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এর এমন বিরল সম্মাননা প্রাপ্তি তে অভিনন্দন জানিয়েছে সিএইচটি টাইমস ডটকম পরিবার।