

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে এক নওমুসলিম নারীকে আটক করেছে পুলিশ।আটক নারী হলো বান্দবান জেলার থানচি উপজেলার কোয়াইক্ষ্যং এলাকার রোয়াল রেম বম’র কন্যা জেনী বম।সে খৃষ্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় জান্নাতুল মীম(২৪)।সে কক্সবাজার ঈদগাঁওয়ের টেকপাড়ায় বসবাস করেন এবং তার স্বামীর নাম শাহাব উদ্দিন।গত সোমবার (৫ জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র দিকনির্দেশনায় ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃদেলোয়ার হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মুখলেসুর রহমানসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে ঘুমধুম ইউপির ঘোনার পাড়াস্থ রাস্তার উপর থেকে ইয়াবা সহ নওমুসলিম জান্নাতুল মীমকে আটক করতে সক্ষম হয়।এসময় তার হেফাজত থেকে ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬৫ হাজার ৫শত টাকা বলে পুলিশ জানান।এ ব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই মুখলেছুর রহমান।