বান্দরবানের আলীকদম উপজেলায় দীর্ঘমেয়াদী সুপেয় পানি বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আলীকদমের টানা তিন বারের উপজেলার চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
নিজ উদ্যেগে তারাবুনিয়া নামক স্থানে তিনটি ডিপ বসিয়ে প্রায় ৫০০ পিঠ পাহাড়ের উপরে ৩০ হাজার লিটার টাংকিতে পানি উঠানো হয়, ওইখান থেকে আলীকদমের বিভিন্ন এলাকায় সাপ্লাই দেওয়া হয় , যা আলীকদমে বিশুদ্ধ পানি সরবাহ নিশ্চিত করবে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন,আবুল কালাম চেয়ারম্যান মতো নিজস্ব অর্থায়নে এত বড় পরিকল্পনা আলীকদমে কোন জনপ্রতিনিধি হাতে নেননি, এই প্রকল্পটা কালাম চেয়ারম্যান নিজ উদ্যোগে। উনি সুবিদা বঞ্চিত জনগণের বিশুদ্ধ পানি সরবারাহের সুবিধার্থে এই কাজ শুরু করেছেন বলে আমি মনে করি। আমরা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে উনি আলীকদম বাসীর জন্য সুপ্রিয় পানির ব্যবস্থাটা করে সংকটকালীন সময়ে আলীকদম বাসিকে মুক্তি দিতে পারেন।
এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম বলেন, পানির অপর নাম জীবন। জীবনের অধিকার মানে পানির অধিকার। পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে জর্জরিত উপজেলার বেশ কিছু এলাকার জনজীবন। বিশুদ্ধ পানির সংকটে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। নিজ উদ্যোগে উপজেলার বেশ কয়েকটি স্থানে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানির সংকট নিরসনে কাজ করে যাচ্ছি।
সরেজমিনে দেখা গেছে উপজেলা সদর,চৌমুহনী, চৌক্ষং,বাসটার্মিনাল,থানা পাড়া, পানবাজার, সিলেটি পাড়া, উত্তর পালং পাড়া, পূর্ব পালং পাড়া ও তারাবুনিয়া, ১৭ কি.মি. মুরুং পাড়া সহ বিভিন্ন এলাকার লোকজন এই প্রচেষ্টার সুফল ভোগ করতে শুরু করেছে। আমতলী,বাবু পাড়া,নয়াপাড়া, তারাবুনিয়া ও রেপারপাড়া সহ বিভিন্ন এলাকায় পাইপ লাইন সঞ্চালনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করবে বলে জানা গেছে।