বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে আলীকদমে।
বান্দরবানের আলীকদমের দুর্গমে ডায়রিয়ার প্রকোপ বেড়ে চারদিনে ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুর্গম এলাকায় মেডিকেল সেবা দিতে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে মেডিকেল টীম যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত চারদিনে উপজেলার কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আমার ইউনিয়নে ৬ জনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত। তিনি বলেন মাংরুম পাড়া ২ জন, ইয়ুংচা মুরুং পাড়ায় ৩ জন, কচ্ছপঝিরি সোনাবী ত্রিপুরা পাড়ায় ১ জন ডায়রিয়ায় মারা যায়। মৃত ব্যক্তিরা হলেন: মৃত ব্যক্তিরা হলেন: মাংদন ম্রো (৫০), রেংকেন ম্রো (৪৫) [মাংরু পাড়া], রামদন ম্রো (৪০), কাইকার ম্রো (৪৫), তুমলক ম্রো (৪০) [ইয়ুংচা পাড়া] ও জনরুং ত্রিপুরা [কচ্ছপঝিরি সোনাবী পাড়া]।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালের একটা মেডিকেল টিম কুরুকপাতা ইউনিয়নে গেছে রবিবার থেকে। সোমবার (১৪ জুন) আরেকটা টিম সেনাবাহিনীর সাথে যায়। সকল ঔষধ সামগ্রী স্বাস্থ্য বিভাগ সরবরাহ করছে।
বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, আলীকদম-থানচি সীমান্ত এলাকায় কয়েকটি মুরুং পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোমবার সেনা বাহিনীর হেলিকপ্টাযোগে মেডিকেল টিম ও ওষুধপত্র এবং বিশুদ্ধ পানি নিয়ে যাওয়া হয়।