

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপরিবারে বান্দরবান জেলা সদরের বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছেন।জেলা সদরের অনতিদূরে মেঘলা মৃত্তিকা নামক স্থানে গাড়িটি (নং বান্দরবান-১১-০০২৩) নিয়ন্ত্রণ হারায়।এসময় গাড়িটি রাস্তা থেকে অন্তত দশ হাত নিচে পড়ে যায়।উপজেলা পরিষদের ড্রাইভার মো.মোস্তফা জানান,সোমবার সকালে চেয়ারম্যান মো.আবুল কালাম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বান্দরবান জেলা সদরের বাসায় যাচ্ছিলেন।গাড়িটি মেঘলা এলাকায় পৌঁছলে ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারায়।দুর্ঘটনায় গাড়িটির কিছু বহিরাংশ নষ্ট হয়েছে।এতে চেয়ারম্যান,তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান আহত হয়েছেন।উল্লেখ্য,১১ নভেম্বর,২০১২ সালে উপজেলা পরিষদের এ গাড়িটি লামা-আলীকদম সড়কের কুমারী এলাকার কবিরের দোকান নামক স্থানে আরেকবার দুর্ঘটনায় পতিত হয়।ওই সময় উপজেলা চেয়ারম্যান আলীকদম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজার রামুর ঈদগায় যাচ্ছিলেন।এদিকে মুঠোফোনে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, আল্লাহর অশেষ মেহেরবানী আমরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেচেঁ গেছি।আমার স্ত্রী, সন্তান এবং আমি নিজেও কিছুটা আহত হয়েছি।চিকিৎসার জন্য আমরা সকলে চট্টগ্রামে যাচ্ছি।