

বান্দরবানের লামায় প্রবাসীর বাড়ি থেকে ১০ মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২১ মে) সন্ধ্যায় লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-ওই গ্রামের কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম,তার বড় মেয়ে রাফি ও ছোট মেয়ে নূরী।প্রবাসী নূর মোহাম্মদের ছোট ভাই আব্দুল খালেক জানান,ঘরের দরজা বন্ধ ছিল। সারাদিন তাদের সাড়া না পেয়ে সন্ধ্যা পেছনের জানালা দিয়ে ঊঁকি দিয়ে ভাবি ও ছোট ভাতিজির লাশ পড়ে থাকতে দেখেন তিনি।পরে পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙে আরেক ঘর থেকে বড় ভাতিজি রাফিসহ তিনজনের লাশ উদ্ধার করে।লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম জানান, নূর মোহাম্মদের শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট মেয়ে নূরীর লাশ পড়ে ছিল। বড় মেয়ে রাফির লাশ পাশের ঘরে পাওয়া গেছে। তাদের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।তিনি আরো জানান, লাশগুলোর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।কাজ শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।